কোনও কাজ করেননি, শুধু প্রচার করে গিয়েছেন মোদী, রতলম থেকে আক্রমণ প্রিয়ঙ্কার
প্রধানমন্ত্রী দলের অপূর্ণ প্রতিশ্রুতি নিয়ে কথা বলার চেয়ে অসঙ্গতিপূর্ণ কথাবার্তাই বেশি বলেন বলে কটাক্ষ করেছেন প্রিয়ঙ্কা
Background
রতলম: পাঁচ বছরের জমানায় প্রচারের চমক ছাড়া নরেন্দ্র মোদী আর কিছুই করতে পারেননি! প্রধানমন্ত্রীকে এবার এমনই চাঁচাছোলা ভাষায় বিঁধলেন প্রিয়ঙ্কা গাঁধী।
মধ্যপ্রদেশের রতলমে সোমবার জনসভা করেন প্রিয়ঙ্কা। সেখানেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন সক্রিয় রাজনীতির মঞ্চে আবির্ভাব ঘটানো রাজীব-কন্যা। উত্তরপ্রদেশে নিজের কেন্দ্র বারাণসীতে গরীব মানুষদের সমস্যা মেটানোর জন্য মোদী পাঁচ মিনিটও খরচ করেননি বলেও আক্রমণ করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছিলেন, 'মোদীর ভাবমূর্তি দিল্লির খান মার্কেট গ্যাং বানায়নি। দিল্লির লুটেরারা বানায়নি। ভাবমূর্তি বানিয়েছে মোদীর ৫০ বছরের তপস্যা।' মোদীর সেই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন প্রিয়ঙ্কা। বলেছেন, 'তপস্যা করলে ঔদ্ধত্য ধ্বংস হয়। তবে মোদী সরকারের ঔদ্ধত্য তো দিন দিন বেড়েই গিয়েছে।' এরপরই আক্রমণের সুর চড়িয়ে প্রিয়ঙ্কা যোগ করেছেন, 'প্রচারের সময় রাজনৈতিক নেতাদের প্রকৃত সমস্যা নিয়ে কথা বলা উচিত। মানুষের সমস্যা কীভাবে দূর করা যায়, তা নিয়ে কথা বলা উচিত। গত পাঁচ বছরে কী করেছে এবং আগামী পাঁচ বছরে কী লক্ষ্য, সেটা নিয়ে কথা বলা উচিত। যদিও গত পাঁচ বছরে বিস্ময়কর একটা ছবি দেখছি। শুধু প্রচারই চলছে, কোনও কাজ হচ্ছে না।'
শুধু নির্বাচনের সময়ই প্রধানমন্ত্রীর নাগাল পাওয়া যায় বলে আক্রমণ করেছেন প্রিয়ঙ্কা। বলেছেন, 'এই সরকার এতই উদ্ধত যে, শুধুমাত্র প্রচারের সময়ই এদের নাগাল পাওয়া যায়। বারাণসীতে নিজের নির্বাচনী কেন্দ্রে কোনও দরিদ্রের বাড়িতে গত পাঁচ বছরে পাঁচ মিনিটের জন্যও যাননি মোদী। তাঁদের সমস্যা মেটানোর জন্য সরকার কী করছে, সেরকম কোনও দিশা দেখাতে পারেননি।'
প্রধানমন্ত্রী দলের অপূর্ণ প্রতিশ্রুতি নিয়ে কথা বলার চেয়ে অসঙ্গতিপূর্ণ কথাবার্তাই বেশি বলেন বলে কটাক্ষ করেছেন প্রিয়ঙ্কা। জনসভায় তাঁর আক্রমণ, 'সতর্ক থাকুন। রাজনৈতিক উদ্দেশ্যে আপনাদের ব্যবহার করার চেষ্টা চলছে। আপনারাই সমস্ত রাজনীতিককে তৈরি করেছেন। নিজেদের শক্তিটা উপলব্ধি করুন। আপনাদের ভোট গুরুত্বপূর্ণ। তা অপচয় করবেন না।'
শেষ দফার ভোট গ্রহণের আগে মধ্যপ্রদেশের উজ্জয়ীনে মহাকালেশ্বর মন্দিরে বিশেষ পুজোও সারলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -