LIVE UPDATES: দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

দেড় ঘণ্টা ধরে চলে শপথগ্রহণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সহ ৮,০০০-এর বেশি অতিথি।

ABP News Bureau Last Updated: 30 May 2019 09:49 PM




































































মন্ত্রী হচ্ছেন অমিত শাহ, ট্যুইট করে জানালেন গুজরাতের বিজেপি সভাপতি জিতু বাঘানি










যে নেতানেত্রীরা এখনও পর্যন্ত ফোন পেয়েছেন বলে খবর- রাজনাথ সিংহ, নিতীন গড়কড়ি, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন, কিরেণ রিজিজু, রবিশঙ্কর প্রসাদ, কৈলাস চৌধুরী, নিত্যানন্দ রায়, রমেশ পোখরিয়াল নিশঙ্ক, প্রকাশ জাভড়েকর, স্মৃতি ইরানি, অর্জুন মেঘওয়াল, সদানন্দ গৌড়া, পুরুষোত্তম রুপালা, ধর্মেন্দ্র প্রধান, মুখতার আব্বাস নাকভি, রাওসাহেব দানবে, গিরিরাজ সিংহ, রাও ইন্দ্রজিৎ সিংহ, জিতেন্দ্র সিংহ, সুরেশ অংগডি, সোমপ্রকাশ।

অমিত শাহের ফোন পেয়েছেন বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী।
অমিত শাহের ফোন পেয়েছেন বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী।
অমিত শাহের ফোন পেয়েছেন বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী।
অকালি দলের থেকে শপথ নেবেন গত মোদী সরকারেও মন্ত্রী থাকা হরসিমরত কৌর বাদল।
শিবসেনার দক্ষিণ মুম্বই সাংসদ অরবিন্দ সাবন্ত মন্ত্রী হিসেবে শপথ নেবেন।
ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালেও যান প্রধানমন্ত্রী, সেখানে ছিলেন সেনা, বায়ুসেনা ও নৌসেনা বাহিনীর তিন প্রধান।
নরেন্দ্র মোদী আজ রাজঘাটে মোহনদাস কর্মচন্দ গাঁধীর সমাধিস্থলে গিয়ে তাঁকে শ্রদ্ধানিবেদন করেন। এরপর তিনি যান প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সমাধিস্থলে। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, নরেন্দ্র সিংহ তোমার প্রমুখ।

Background

নয়াদিল্লি: আজ সন্ধে সাতটায় দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে মন্ত্রিপদে শপথ নিলেন আরও ৪৪ জন। এঁদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ছিলেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী।

দেড় ঘণ্টা ধরে চলে শপথগ্রহণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সহ ৮,০০০-এর বেশি অতিথি। ছিলেন এ রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যরা ও পুলওয়ামা হামলায় নিহত সিআরপিএফ আধিকারিক বাবলু প্রামাণিকের স্ত্রী। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার কথা জানালেও পরে জানিয়ে দেন, তিনি যাচ্ছেন না।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.