LIVE: ক্ষমতা থাকলে গ্রেফতার করুন মমতা, হুঙ্কার অমিতের

সভার জন্য জমি বিজেপি কর্মীরা আগে থেকে ভাড়া নিলেও গতকাল বেঁকে বসেন জমি মালিক।

ABP News Bureau Last Updated: 13 May 2019 03:53 PM
কাল কলকাতায় যাচ্ছি, ক্ষমতা থাকলে গ্রেফতার করুন মমতাদি।
কাল কলকাতায় যাচ্ছি, ক্ষমতা থাকলে গ্রেফতার করুন মমতাদি।
নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, অভিযোগ বিজেপির। দলের মিডিয়া হেড ও রাজ্যসভা সাংসদ অনিল বালুনি জানালেন, তাঁর দল এর প্রতিবাদ করবে, দ্বারস্থ হবে নির্বাচন কমিশনেরও।
অমিত শাহের সভা বাতিল হওয়ায় ক্ষুব্ধ বিজেপি।

Background

কলকাতা: বারুইপুরের সীতাকুণ্ডে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের প্রস্তাবিত সভা বাতিল হয়ে গেল। সভার জন্য জমি বিজেপি কর্মীরা আগে থেকে ভাড়া নিলেও গতকাল বেঁকে বসেন জমি মালিক। বলেন, ওই জমি আগে থেকেই তৃণমূলকে ভাড়া দেওয়া হয়ে গিয়েছে, তাই অমিত শাহের সভার জন্য জমি দিতে পারবেন না তিনি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.