Live: পিএনবি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত মেহুল চোকসিকে গ্রেফতার করার অনুমতি দিলনা অ্যান্টিগা সরকার

সাড়ে ১৩ হাজার কোটির পিএনবি কেলেঙ্কারিতে বড় ধাক্কা মোদি সরকারের। পিএনবি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত মেহুল চোকসিকে গ্রেফতার করার অনুমতি দিলনা অ্যান্টিগা সরকার। গত দেড় বছর ধরে অ্যান্টিগাতে আছে চোকসি। ইন্টারপোলকে এই কথা জানানোর পর তৎপর হয় ভারতীয় বিদেশমন্ত্রক। চোকসিকে নিয়ে নয়া ডসিয়ার দেওয়া হয় অ্যান্টিগাকে। পাসপোর্ট বাতিল করে চোকসিকে ভারতে প্রত্যর্পণের অনুরোধ করে বিদেশমন্ত্রক।

ABP News Bureau Last Updated: 13 May 2019 01:29 PM
২০১৭-য় অ্যান্টিগার নাগরিকত্ব নেয় মেহুল। মুম্বই পুলিশ সবুজ সঙ্কেত দেওয়ার পর নাগরিকত্ব পায় চোকসি।

Background

Live:  সাড়ে ১৩ হাজার কোটির পিএনবি কেলেঙ্কারিতে বড় ধাক্কা মোদি সরকারের। পিএনবি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত মেহুল চোকসিকে গ্রেফতার করার অনুমতি দিলনা অ্যান্টিগা সরকার। গত দেড় বছর ধরে অ্যান্টিগাতে আছে চোকসি। ইন্টারপোলকে এই কথা জানানোর পর তৎপর হয় ভারতীয় বিদেশমন্ত্রক। চোকসিকে নিয়ে নয়া ডসিয়ার দেওয়া হয় অ্যান্টিগাকে। পাসপোর্ট বাতিল করে চোকসিকে ভারতে প্রত্যর্পণের অনুরোধ করে বিদেশমন্ত্রক।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.