‘আমার বিরুদ্ধে প্রচারপত্র ছড়ানোর অভিযোগ আপ প্রমাণ করতে পারলে আমি প্রকাশ্যে গলায় দড়ি দেব’- গৌতম গম্ভীর

‘আমার বিরুদ্ধে আম আদমি পার্টির প্রার্থীর অতিশী মারলেনার নামে যে কুরুচিকর প্রচারপত্র ছড়ানোর অভিযোগ উঠেছে তা প্রমাণিত হলে আমি জনগণের সামনে গলায় দড়ি দেব’- শুক্রবার টুইটারে এমনটাই লেখেন বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর। তিনি আরও লেখেন, ‘অরবিন্দ কেজরীবাল যদি এই অভিযোগ প্রমাণ করতে না পারেন, তবে কি তিনি পদত্যাগ করবেন?’ এভাবেই দিল্লির মুখ্যমন্ত্রীর দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রাক্তন ক্রিকেটার।

ABP News Bureau Last Updated: 11 May 2019 03:27 PM

Background

নয়াদিল্লি:  ‘আমার বিরুদ্ধে আম আদমি পার্টির প্রার্থীর অতিশী মারলেনার নামে যে কুরুচিকর প্রচারপত্র ছড়ানোর অভিযোগ উঠেছে তা প্রমাণিত হলে আমি জনগণের সামনে গলায় দড়ি দেব’- শুক্রবার টুইটারে এমনটাই লেখেন বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর। তিনি আরও লেখেন, ‘অরবিন্দ কেজরীবাল যদি এই অভিযোগ প্রমাণ করতে না পারেন, তবে কি তিনি পদত্যাগ করবেন?’ এভাবেই দিল্লির মুখ্যমন্ত্রীর দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রাক্তন ক্রিকেটার।






পূর্ব দিল্লির আপ প্রার্থী আতিশী মারলেনার নামে কুরুচিকর ও জাতিবিদ্বেষমূলক প্রচার চালানোর অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে তদন্তের দাবি জানায় বিজেপি। কাউন্সিলর সন্দীপ কপূর পূর্ব দিল্লির রিটারনিং অফিসার কে মহেশের কাছে তদন্তের আর্জি জানান। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার মণীশ সিসৌদিয়ার মাধ্যমে অরবিন্দ কেজরীবালকে মানহানির নোটিশ পাঠান গম্ভীর। এই মামলা তুলে নেবার কথাও বলা হয় সেখানে। আতিশী মারলেনা গম্ভীরের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ও দাবি করেছিলেন নিঃর্শত ক্ষমার।

বৃহস্পতিবার পূর্ব দিল্লির বিভিন্ন জায়গায় জাতিবিদ্বেষমূলক প্রচারপত্র ছড়িয়ে পড়ে। তাতে ওই কেন্দ্রের আপ প্রার্থী, গৌতম গম্ভীরের প্রতিদ্বন্দ্বী অতিশী মারলেনা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হয়েছিল। এর পিছনে গৌতম গম্ভীরের যোগ আছে অভিযোগ করে দিল্লির মহিলা কমিশনে -এ অভিযোগ দায়ের করেন আতিশী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.