অন্যত্র বিয়ে হতে দেবে না প্রেমিকার, মা ও মেয়েকে পাথর ছুঁড়ে গাড়ি চাপা দিয়ে মারল প্রেমিক

প্রমিকার বিয়ে অন্যত্র ঠিক করেছে তার পরিবার। এই রাগেই মা ও মেয়েকে গাড়ি চাপা দিয়ে মারল প্রেমিক। পরে নিজেও ঝাঁপ দিল খালে। ঘটনা রাজস্থানের জোধপুরের। অভিযুক্তের খোঁজ করছে পুলিশ।

ABP News Bureau Last Updated: 10 May 2019 01:08 PM

Background

জোধপুর: প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক করেছে তার পরিবার। এই রাগেই মা ও মেয়েকে গাড়ি চাপা দিয়ে মারল প্রেমিক। পরে নিজেও ঝাঁপ দিল খালে। ঘটনা রাজস্থানের জোধপুরের। অভিযুক্তের খোঁজ করছে পুলিশ।


 


সুখরাম ও ইন্দ্রা। দীর্ঘদিনই সম্পর্কে ছিল যোধপুরের এই যুগল। হঠাত্ সুখরাম জানতে পারে ইন্দ্রার বিয়ে অন্যত্র ঠিক করেছেন তার মা দামি দেবী। এতেই রাগ মাথায় চেপে বসে সুখরামের। বৃহস্পতিবার ওসিয়ান অঞ্চলের তিওয়ারি গ্রামের কাছে ইন্দ্রা ও তার মা দামি দেবীর সঙ্গে দেখা করেন সুখরাম।


 


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন মধ্যবয়স্ক মহিলা, একজন যুবতী এবং সুখরাম প্রথমে গাড়ির ভিতরেই ছিলেন। পরে ওই মহিলা ও মেয়েটি গাড়ি থেকে বেরিয়ে যান এবং হাঁটতে শুরু করে। তখনই পিছন থেকে এসে মা ও মেয়েকে পিষে দেয় সুখরামের গাড়ি। একবার নয়, প্রায় বার তিনেক মা ও মেয়ের ওপর গাড়ি তুলে দেয় সুখরাম। রাগ এতোটাই চরমে ওঠে যে, ওই অবস্থায়ই মা ও মেয়ের ওপর পাথর ছুঁড়ে মারে সুখরাম।


 


ঘটনাস্থলেই ইন্দ্রার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে  পুলিশ। জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় দামি দেবীর। ডেপুটি কমিশনার অব পুলিশ (পূর্ব) ধর্মেন্দ্র সিংহ জানিয়েছেন, “খালের ধার থেকে একজোড়া চটি সহ একটি টি-শার্ট উদ্ধার হয়েছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তের খোঁজ চলছে।”

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.