যাচ্ছেন বাংলার সাংসদরাও, মোদীকে নেতা হিসেবে বেছে নিতে আজ বৈঠকে এনডিএ
বিজেপি সূত্রে খবর, সংসদের সেন্ট্রাল হলে বিকেল পাঁচটায় শুরু হবে বৈঠক। এর আগে বিজেপি সাংসদরা আলাদা ভাবে সংসদেই বৈঠকে বসবেন।
Background
নয়াদিল্লি: লোকসভা ভোট শেষ। আগামী লোকসভায় তাঁদের নেতা বেছে নিতে আজ বৈঠকে বসছেন বিজয়ী এনডিএ সাংসদরা। আগামী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নামে তাঁরা আনুষ্ঠানিকভাবে সিলমোহর দেবেন।
বিজেপি সূত্রে খবর, সংসদের সেন্ট্রাল হলে বিকেল পাঁচটায় শুরু হবে বৈঠক। এর আগে বিজেপি সাংসদরা আলাদা ভাবে সংসদেই বৈঠকে বসবেন। নরেন্দ্র মোদী ইতিমধ্যেই গত সরকারের প্রধান হিসেবে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে, গতকাল বিকেলে সাউথ ব্লকে বিদায়ী সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠক ডাকেন তিনি। সেখানে জয়ের জন্য সতীর্থদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। মনে করা হচ্ছে, আজকের বৈঠকে ভাষণ দেবেন তিনি।
বৈঠকে থাকবেন এ রাজ্যের জয়ী বিজেপি প্রার্থীরাও। আজ দুপুর দুটোয় তাঁদের দিল্লিতে তলব করা হয়েছে। আশা করা হচ্ছে, নয়া মন্ত্রিসভায় এ রাজ্যের বেশ কয়েকজন থাকতে পারেন।
২৮ তারিখ মোদী তাঁর লোকসভা কেন্দ্র বারাণসীতে যাবেন। এরপর ৩০ তারিখ শপথ নেবেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -