live- কেশপুরে পিকুরদায় বুথে ভারতীর ভিডিওগ্রাফি, ভারতীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন
ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হেনস্থার অভিযোগ। ভোটের আগের রাতে ঝাড়গ্রামে বিজেপি কর্মী ‘খুন’, গোপীবল্লভপুরের ঘটনা। নজর রাখুন, ভোটের সব খবরে।
Background
# কেশপুরে পিকুরদায় বুথে ভারতীর ভিডিওগ্রাফি, ভারতীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন
# বলরামপুরের ২০৪ নং বুথে দু বার ভোট যুবকের
# কাঁথির সিপিএম প্রার্থীর বাড়িতে ভাঙচুর, তাঁর অভিযোগ তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার
# ৪ তৃণমূল কর্মীকে মারধর, তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
# বেলদায় তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর
#কাঁথির অযোধ্যাপুরে তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ ছেলের
#'সিপিএম ছেড়ে তৃণমূল যোগ দেন মৃত সুধাকর '
#ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ডুমুরগেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে অশান্তি। বিজেপির অভিযোগ, বুথে বসা মাত্র তাদের পোলিং এজেন্টকে মারধর করে তৃণমূল কর্মীরা।
#ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে আহত ভারতী ঘোষ
# আধা সেনার সামনেই ধস্তাধস্তি বিজেপি-তৃণমূলের
#ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হেনস্থার অভিযোগ
#ভগবানপুরের পশ্চিমবাড় এলাকায় গুলিবিদ্ধ ২ বিজেপি কর্মী
#ভগবানপুরের ঘটনায় বিজেপির অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে
# ভোটের আগের রাতে ঝাড়গ্রামে বিজেপি কর্মী ‘খুন’, গোপীবল্লভপুরের ঘটনা
# বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে
লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় আজ সারা দেশে ৭ রাজ্যে মোট ৫৯ টি আসনে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে ভোট ৫ জেলার ৮ লোকসভা কেন্দ্রে - ঘাটাল, তমলুক, কাঁথি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ,বাঁকুড়া, বিষ্ণুপুর।
ষষ্ঠ দফার ভোট সুষ্ঠু ও অবাধ ভোট করতে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। বাংলায় মোতায়েন থাকছে ৭৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। QRT-র দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনীর কম্যান্ডান্ট।
বাংলার ৮ কেন্দ্রে ভাগ্যপরীক্ষায় ৮৩ জন প্রার্থী। এঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ভোটের লড়াইয়ে বামপ্রার্থী অমিয় পাত্র ও বিজেপি প্রার্থী সুভাষ সরকার।
তমলুক কেন্দ্রে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। বিজেপির প্রার্থী সিদ্ধার্থশঙ্কর নস্কর, বামপ্রার্থী শেখ ইব্রাহিম আলি, কংপ্রার্থী লক্ষ্মণ শেঠ।
কাঁথি থেকে এ বারও লড়ছেন প্রবীণ নেতা গত ১০ বছরের তৃণমূল সাংসদ শিশির অধিকারী। সেখানে বিজেপির প্রার্থী দেবাশিস সামন্ত, কংগ্রেসের দীপক কুমার দাস, সিপিএমের পরিতোষ পট্টনায়েক।
ঘাটাল কেন্দ্রে নজরে থাকবে বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ ও তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর(অভিনেতা দেব) দ্বৈরথ।
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন, বিজেপির কুনার হেমব্রম, বামপ্রার্থী দেবলীনা হেমব্রম, কং প্রার্থী জাগেশ্বর হেমব্রম।
মেদিনীপুরে লড়াইয়ের কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও তৃণমূল প্রার্থী মানস ভুইঞা।
পুরুলিয়ার টক্করে তৃণমূলের মৃগাঙ্ক মাহাতো ও বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো। বামপ্রার্থী বীর সিংহ মাহাতো, কংপ্রার্থী নেপাল মাহাতো।
এছাড়া আজ ভোটের ময়দানে অগ্নিপরীক্ষা দেবেন বেশ কয়েকজন হেভওয়েট প্রার্থী। তার মধ্যে আছেন, অখিলেশ যাদব, মানেকা গাঁধী, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, বিজোপি প্রার্থী প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর প্রমুখ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -