জমি পেলেন না, বারুইপুরে অমিত শাহের সভা বাতিল
জমি না পাওয়ায় বাতিল হয়ে গেল বারুইপুরে অমিত শাহের সভা।
ABP News Bureau
Last Updated:
13 May 2019 12:26 PM
Background
কলকাতা: বারুইপুরের সীতাকুণ্ডে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের প্রস্তাবিত সভা বাতিল হয়ে গেল। সভার জন্য জমি বিজেপি কর্মীরা আগে থেকে ভাড়া নিলেও গতকাল বেঁকে বসেন জমি মালিক। বলেন, ওই জমি আগে থেকেই তৃণমূলকে ভাড়া দেওয়া হয়ে গিয়েছে, তাই অমিত শাহের সভার জন্য জমি দিতে পারবেন না তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -