LIVE UPDATES: ভাঙন ঘাসফুলে, শুভ্রাংশুর সঙ্গে দিল্লির পথে দলে দলে তৃণমূল কাউন্সিলর
এঁদের মধ্যে থাকতে পারেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য, গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস ও হেমতাবাদের বাম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়। এছাড়া হালিশহর পুরসভার ২৩ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১৮ জনই যোগ দিতে পারেন বিজেপিতে।
Background
নয়াদিল্লি: দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড হওয়ার পর আজ বিজেপিতে যোগ দিতে পারেন মুকুল রায়ের ছেলে, বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন তিনি। পাশাপাশি আজই তৃণমূলের আরও কয়েকজন বিধায়কের বিজেপিতে যোগদানের সম্ভাবনা।
এঁদের মধ্যে থাকতে পারেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য, গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস ও হেমতাবাদের বাম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়। এছাড়া হালিশহর পুরসভার ২৩ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১৮ জনই যোগ দিতে পারেন বিজেপিতে। নৈহাটি পুরসভার ৩১ জনের মধ্যে ২২ জন তৃণমূল কাউন্সিলরের বিজেপিতে যোগদানের সম্ভাবনা। কাঁচরাপাড়া পুরসভার ২৪ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১৯ জন বিজেপিতে যোগ দিতে পারেন।
পাল্টা পুরসভার নিয়ন্ত্রণ ধরে রাখতে আজ দুপুরে বৈঠকে বসছেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -