LIVE: দেশে ‘ফের একবার মোদি সরকার’, আসন বাড়বে কংগ্রেস সহ বিরোধীদের- ইঙ্গিত নিয়েলসেনের সমীক্ষায়

Advertisement

আজ মোট ৫৯টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসী।

ABP News Bureau Last Updated: 19 May 2019 10:54 PM
এবারের লোকসভা ভোটেও কি বাজিমাত করবে মোদি সরকার? নাকি ঐক্যবদ্ধভাবে তাদের আটকে দেবে বিরোধীরা? লোকসভা ভোটের ফল ঘোষণার আগে তার আভাস পেতে বুথফেরত সমীক্ষা চালিয়েছে দ্য নিয়েলসেন। দেশে কি ফের আসছে মোদি সরকার? না কি বিরোধীদের শিকে ছিঁড়বে?
Continues below advertisement
বৃহস্পতিবার সকালে ইভিএম খোলার পরই স্পষ্ট হবে সেই প্রশ্নের উত্তর। তবে তার আগে বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে ভোটের সম্ভাব্য ফলাফলের একটা আভাস পাওয়ার চেষ্টা করেছে সমীক্ষক সংস্থা দ্য নিয়েলসেন। তাদের বুথ ফের সমীক্ষায় ইঙ্গিত, দেশের ৫৪২টি লোকসভা আসনের মধ্যে ২৭৭টিতে জিততে পারে বিজেপি নেতৃত্বাধীন NDA। অর্থাৎ ম্যাজিক ফিগার ২৭২-এর থেকে ৫টি বেশি। গতবার তারা ৩৩৬টি আসনে জিতেছিল। অর্থাৎ সমীক্ষার আভাস অনুযায়ী, এবার NDA-র ৫৯টি আসন কমতে পারে।

Background

নয়াদিল্লি:  আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে চলছে লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর একটা পর্যন্ত পশ্চিমবঙ্গের ৯টি আসনে ৪৯.৭০ শতাংশ ভোট পড়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি একাধিক বিধানসভা আসনের উপনির্বাচনও চলছে আজ। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ইভিএম বিকল হয়ে যায়। এর ফলে সমস্যা হয়।

আজ মোট ৫৯টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসী। পঞ্জাব ও উত্তরপ্রদেশের ১৩টি করে আসন, পশ্চিমবঙ্গের ৯টি আসন, বিহার ও মধ্যপ্রদেশের আটটি করে আসন, হিমাচল প্রদেশের চারটি আসন, ঝাড়খণ্ডের তিনটি আসন এবং চণ্ডীগড়ের একটি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। হিমাচলে বিশ্বের উচ্চতম বুথে প্রথম দু’ঘণ্টায় ৫৩ শতাংশ ভোট পড়েছে। এই বুথটি ১৫,২৫৬ ফুট উচ্চতায় অবস্থিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪৯।

শেষ পাওয়া খবর অনুযায়ী, দুপুর একটা পর্যন্ত উত্তরপ্রদেশে ৩৬.৪৪ শতাংশ ভোট পড়েছে। বারাণসীতে ভোটদানের হার ৩৬.৮০ শতাংশ। গোরক্ষপুরে ৩৮.১৬ শতাংশ ভোট পড়েছে। এখানে ভোট দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.