- Home
-
Election
-
Elections
LIVE: দেশে ‘ফের একবার মোদি সরকার’, আসন বাড়বে কংগ্রেস সহ বিরোধীদের- ইঙ্গিত নিয়েলসেনের সমীক্ষায়
LIVE: দেশে ‘ফের একবার মোদি সরকার’, আসন বাড়বে কংগ্রেস সহ বিরোধীদের- ইঙ্গিত নিয়েলসেনের সমীক্ষায়
আজ মোট ৫৯টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসী।
ABP News Bureau
Last Updated:
19 May 2019 10:54 PM
এবারের লোকসভা ভোটেও কি বাজিমাত করবে মোদি সরকার? নাকি ঐক্যবদ্ধভাবে তাদের আটকে দেবে বিরোধীরা? লোকসভা ভোটের ফল ঘোষণার আগে তার আভাস পেতে বুথফেরত সমীক্ষা চালিয়েছে দ্য নিয়েলসেন। দেশে কি ফের আসছে মোদি সরকার? না কি বিরোধীদের শিকে ছিঁড়বে?
বৃহস্পতিবার সকালে ইভিএম খোলার পরই স্পষ্ট হবে সেই প্রশ্নের উত্তর। তবে তার আগে বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে ভোটের সম্ভাব্য ফলাফলের একটা আভাস পাওয়ার চেষ্টা করেছে সমীক্ষক সংস্থা দ্য নিয়েলসেন। তাদের বুথ ফের সমীক্ষায় ইঙ্গিত, দেশের ৫৪২টি লোকসভা আসনের মধ্যে ২৭৭টিতে জিততে পারে বিজেপি নেতৃত্বাধীন NDA। অর্থাৎ ম্যাজিক ফিগার ২৭২-এর থেকে ৫টি বেশি। গতবার তারা ৩৩৬টি আসনে জিতেছিল। অর্থাৎ সমীক্ষার আভাস অনুযায়ী, এবার NDA-র ৫৯টি আসন কমতে পারে।
দ্য নিয়েলসেনের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস নেতৃত্বাধীন UPA এবার ১৩০টি আসনে জিততে পারে। ২০১৪ সালে UPA ৫৯টি আসনে জিতেছিল। অর্থাৎ সমীক্ষার আভাস অনুযায়ী, এবার UPA-র আসন ৭১টি বাড়তে পারে। কিন্তু, ক্ষমতার ধারেকাছে পৌঁছনোর সম্ভাবনা ক্ষীণ।
বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবার ১৩৫টি আসনে জিততে পারে অন্যান্য। গতবার তারা ১৪৭টি আসনে জিতেছিল। অর্থাৎ সমীক্ষার আভাস অনুযায়ী, এবার অন্যান্যর ১২টি আসন বাড়তে পারে।
এবার দেখে নেওয়া যাক, এবারের ভোটে কংগ্রেস ও বিজেপি ক’টি করে আসনে জিততে পারে। দ্য নিয়েলসেনের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, বিজেপি একাই এবার ২১৮টি আসনে জিততে পারে। গতবার বিজেপি একাই ২৮২টি আসনে জিতেছিল। অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে ১০টি বেশি। অর্থাৎ সমীক্ষার ইঙ্গিত অনুযায়ী, এবার বিজেপির ৬৪টি আসন কমতে পারে।
কংগ্রেস এবার ৮১টি আসনে জিততে পারে বলে বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে। গতবার তারা ৪৪টি আসনে জিতেছিল। অর্থাৎ বুথফেরত সমীক্ষার আভাস অনুযায়ী, এবার ৩৭টি আসন বাড়তে পারে কংগ্রেসের। তবে এটা শুধুই আভাস। বাস্তবে কী হয়, সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও তিনদিন।
কংগ্রেস এবার ৮১টি আসনে জিততে পারে বলে বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে। গতবার তারা ৪৪টি আসনে জিতেছিল। অর্থাৎ বুথফেরত সমীক্ষার আভাস অনুযায়ী, এবার ৩৭টি আসন বাড়তে পারে কংগ্রেসের। তবে এটা শুধুই আভাস। বাস্তবে কী হয়, সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও তিনদিন।
বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবার ১৩৫টি আসনে জিততে পারে অন্যান্য। গতবার তারা ১৪৭টি আসনে জিতেছিল। অর্থাৎ সমীক্ষার আভাস অনুযায়ী, এবার অন্যান্যর ১২টি আসন বাড়তে পারে।
দ্য নিয়েলসেনের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস নেতৃত্বাধীন UPA এবার ১৩০টি আসনে জিততে পারে। ২০১৪ সালে UPA ৫৯টি আসনে জিতেছিল। অর্থাৎ সমীক্ষার আভাস অনুযায়ী, এবার UPA-র আসন ৭১টি বাড়তে পারে। কিন্তু, ক্ষমতার ধারেকাছে পৌঁছনোর সম্ভাবনা ক্ষীণ
বৃহস্পতিবার সকালে ইভিএম খোলার পরই স্পষ্ট হবে সেই প্রশ্নের উত্তর। তবে তার আগে বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে ভোটের সম্ভাব্য ফলাফলের একটা আভাস পাওয়ার চেষ্টা করেছে সমীক্ষক সংস্থা দ্য নিয়েলসেন। তাদের বুথ ফের সমীক্ষায় ইঙ্গিত, দেশের ৫৪২টি লোকসভা আসনের মধ্যে ২৭৭টিতে জিততে পারে বিজেপি নেতৃত্বাধীন NDA। অর্থাৎ ম্যাজিক ফিগার ২৭২-এর থেকে ৫টি বেশি। গতবার তারা ৩৩৬টি আসনে জিতেছিল। অর্থাৎ সমীক্ষার আভাস অনুযায়ী, এবার NDA-র ৫৯টি আসন কমতে পারে।
২০১৯ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে কতগুলি পাচ্ছে তৃণমূল কংগ্রেস? কতগুলি আসন পাবে বিজেপি? গড় ধরে রাখতে পারবে কংগ্রেস? বামেরাই বা কটি আসন পাবে? দেখে নিন একনজরে
দ্য নিয়েলসনের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে ২৪টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের আসন সংখ্যা কমতে পারে অন্তত ১০টি। বিজেপি ২ থেকে বেড়ে হতে পারে ১৬। কংগ্রেস জিততে পারে ২টি আসন। তারা হারাতে পারে নিজেদের ২টি আসন। বামেদের ২টি আসনই হাতছাড়া হবে বলে ইঙ্গিত সমীক্ষায়।
একবার দেখে নিন সম্ভাব্য জয়ী ও পরাজয়ের তালিকা-
১ কোচবিহার- সম্ভাব্য জয়ী বিজেপি (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
২ জলপাইগুড়ি- সম্ভাব্য জয়ী তৃণমূল (২০১৪ সালে এই আসন ছিল তৃণমূলের দখলে)
৩ দার্জিলিং- সম্ভাব্য জয়ী বিজেপি (২০১৪ সালে এই আসন ছিল বিজেপির দখলে)
৪ রায়গঞ্জ- সম্ভাব্য জয়ী তৃণমূল। হারতে পারেন ২০১৪ সালের জয়ী সাংসদ সিপিআইএম নেতা মহম্মদ সেলিম।
৫ বালুরঘাট- সম্ভাব্য জয়ী বিজেপি (২০১৪ সালে এই আসন ছিল তৃণমূলের দখলে)
৬ মালদা উত্তর- সম্ভাব্য জয়ী বিজেপি (২০১৪ সালে এই আসন থেকে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন মৌসম বেনজির নূর)
৭ মালদা দক্ষিণ- সম্ভাব্য জয়ী কংগ্রেস (২০১৪ সালে এই আসন ছিল কংগ্রেসের দখলে)
৮ জঙ্গিপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। হারতে পারেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে, ২০১৪ সালে কংগ্রেসের টিকিটে জয়ী অভিজিৎ মুখোপাধ্যায়।
৯ বহরমপুর- সম্ভাব্য জয়ী কংগ্রেস। গড় ধরে রাখার সম্ভাবনা অধীর রঞ্জন চৌধুরীর।
১০ মুর্শিদাবাদ- সম্ভাব্য জয়ী বিজেপি। বাম প্রার্থীকে হারিয়ে জিততে পারেন হুমায়ন কবীর।
১১ কৃষ্ণনগর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। সাংসদ হয়েছিলেন তাপস পাল।)
১২ রানাঘাট- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
১৩ বনগাঁ- সম্ভাব্য জয়ী তৃণমূল। এবারও জিততে পারেন মমতাবালা ঠাকুর।
১৪ ব্যারাকপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। এবারও জিততে পারেন দীনেশ ত্রিবেদী।
১৫ হাওড়া- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
১৬ উলুবেড়িয়া- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
১৭ শ্রীরামপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। এবারও জিততে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
১৮ হুগলি- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
১৯ আরামবাগ- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
২০ তমলুক- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
২১ কাঁথি- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী)
২২ ঘাটাল- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী (দেব))
২৩ ঝাড়গ্রাম- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
২৪ মেদিনীপুর- সম্ভাব্য জয়ী বিজেপি। এই আসনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জয়ের ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
২৫ পুরুলিয়া- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
২৬ বাঁকুড়া- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
২৭ বিষ্ণুপুর- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিত্র খাঁ)। এবার বিজেপির টিকিটে প্রার্থী হওয়া সৌমিত্রর জেতার ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা।
২৮ বর্ধমান পূর্ব- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
২৯ বর্ধমান-দুর্গাপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৩০ আসানসোল- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল বিজেপি)। এই ভোটে মন্ত্রী বাবুল সুপ্রিয়র হারের ইঙ্গিত সমীক্ষায়। জিততে পারেন তারকা প্রার্থী মুনমুন সেন।
৩১ বোলপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৩২ বীরভূম- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৩৩ বারাসাত- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৩৪ বসিরহাট- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস) এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন নায়িকা নুসরত জাহান। তাঁর জেতার ইঙ্গিত সমীক্ষায়।
৩৫ জয়নগর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৩৬ মথুরাপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৩৭ ডায়মন্ড হারবার- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস) এবারও জিতছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইঙ্গিত নিয়েলসনের সমীক্ষায়।
৩৮ যাদবপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস) এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তীর জয়ের ইঙ্গিত দিয়েছে বুথ ফেরত সমীক্ষা।
৩৯ কলকাতা দক্ষিণ- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৪০ কলকাতা উত্তর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৪১- আলিপুরদুয়ার- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৪২ দমদম- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
দ্য নিয়েলসনের বুথ ফেরত সমীক্ষা: সম্ভাব্য জয়ী মুনমুন সেন, মিমি, নুসরত
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা: বাংলায় বিজেপি পেতে পারে ১৯ থেকে ২৩টি আসন, তৃণমূল পেতে পারে ১৯ থেকে ২২টি আসন
হুগলিতে সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়
আইএনএক্স-এর বুথ ফেরত সমীক্ষা: বাংলায় তৃণমূল পেতে পারে ২৬টি আসন, বিজেপি পেতে পারে ১৪টি আসন, কংগ্রেস পেতে পারে ২টি আসন
দার্জিলিঙে সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী রাজু বিস্ত
বহরমপুরে সম্ভাব্য জয়ী কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী
শ্রীরামপুরে সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ব্যারাকপুরে সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী
বনগাঁয় সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুর
রানাঘাটে সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার
কৃষ্ণনগরে সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র
কৃষ্ণনগরে সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র
কৃষ্ণনগরে সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র
দ্য নিয়েলসনের বুথ ফেরত সমীক্ষা: বিজেপি পেতে পারে ২১৮টি আসন, কংগ্রেস পেতে পারে ৮১টি আসন
জন কি বাত-এর বুথ ফেরত সমীক্ষা: এনডিএ পেতে পারে ৩০৫টি আসন, ইউপিএ পেতে পারে ১২৪টি আসন, অন্যান্যরা পেতে পারে ১১৩টি আসন
টাউমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষা: বাংলায় তৃণমূল পেতে পারে ২৮টি আসন, বিজেপি পেতে পারে ১১টি আসন, কংগ্রেস পেতে পারে ২টি আসন, অন্যান্যরা পেতে পারে ১টি আসন
টাউমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষা: বাংলায় তৃণমূল পেতে পারে ২৮টি আসন, বিজেপি পেতে পারে ১১টি আসন, কংগ্রেস পেতে পারে ২টি আসন, অন্যান্যরা পেতে পারে ১টি আসন
টাউমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষা: বাংলায় তৃণমূল পেতে পারে ২৮টি আসন, বিজেপি পেতে পারে ১১টি আসন, কংগ্রেস পেতে পারে ২টি আসন, অন্যান্যরা পেতে পারে ১টি আসন
টাউমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষা: বাংলায় তৃণমূল পেতে পারে ২৮টি আসন, বিজেপি পেতে পারে ১১টি আসন, কংগ্রেস পেতে পারে ২টি আসন, অন্যান্যরা পেতে পারে ১টি আসন
দ্য নিয়েলসনের বুথ ফেরত সমীক্ষা: বাংলায় তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৪টি আসন, বিজেপি পেতে পারে ১৬টি আসন, কংগ্রেস পেতে পারে ২টি আসন, বামেরা কোনও আসন পাচ্ছে না
দ্য নিয়েলসনের বুথ ফেরত সমীক্ষা: বাংলায় তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৪টি আসন, বিজেপি পেতে পারে ১৬টি আসন, কংগ্রেস পেতে পারে ২টি আসন, বামেরা কোনও আসন পাচ্ছে না
দ্য নিয়েলসনের বুথ ফেরত সমীক্ষা: বাংলায় তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৪টি আসন, বিজেপি পেতে পারে ১৬টি আসন, কংগ্রেস পেতে পারে ২টি আসন, বামেরা কোনও আসন পাচ্ছে না
দ্য নিয়েলসনের বুথ ফেরত সমীক্ষা: বাংলায় তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৪টি আসন, বিজেপি পেতে পারে ১৬টি আসন, কংগ্রেস পেতে পারে ২টি আসন, বামেরা কোনও আসন পাচ্ছে না
টাইমস নাউ-এর বুথ ফেরত সমীক্ষা: এনডিএ পেতে পারে ৩০৬টি আসন, ইউপিএ পেতে পারে ১৩২টি আসন, অন্যান্যরা পেতে পারে ১০৪টি আসন
রিপাবলিক টিভির বুথ ফেরত সমীক্ষা: এনডিএ পেতে পারে ২৯৬টি আসন, ইউপিএ পেতে পারে ১২৬টি আসন, অন্যান্যরা পেতে পারে ১১১টি আসন
দ্য নিয়েলসনের বুথ ফেরত সমীক্ষা: উত্তরপ্রদেশে মহাজোট পেতে পারে ৮০-র মধ্যে ৫৬টি আসন, এনডিএ-র ঝুলিতে যেতে পারে ২২টি আসন, ইউপিএ পেতে পারে ২টি আসন
দ্য নিয়েলসনের বুথ ফেরত সমীক্ষা: উত্তরপ্রদেশে মহাজোট পেতে পারে ৮০-র মধ্যে ৫৬টি আসন, এনডিএ-র ঝুলিতে যেতে পারে ২২টি আসন, ইউপিএ পেতে পারে ২টি আসন
সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশে ভোট পড়েছে ৬০.২১ শতাংশ। এর মধ্যে পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৭৩.০৫ শতাংশ। বিহারে ভোট পড়েছে ৪৯.৯২ শতাংশ। হিমাচল প্রদেশে ভোট পড়েছে ৬৬.১৮ শতাংশ। মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৬৯.৩৮ শতাংশ। উত্তরপ্রদেশে ভোট পড়েছে ৫৪.৩৭ শতাংশ। পঞ্জাবে ভোট পড়েছে ৫৮.৮১ শতাংশ। ঝাড়খণ্ডে ভোট পড়েছে ৭০.০৫ শতাংশ। চণ্ডীগড়ে ভোট পড়েছে ৬৩.৫৭ শতাংশ।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবেন বলে দাবি লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের। আজ ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘সারা দেশে বিজেপি-র পক্ষে উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি হয়েছে। আমি নিশ্চিত, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদি সরকার ক্ষমতায় ফিরবে।’
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবেন বলে দাবি লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের। আজ ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘সারা দেশে বিজেপি-র পক্ষে উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি হয়েছে। আমি নিশ্চিত, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদি সরকার ক্ষমতায় ফিরবে।’
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবেন বলে দাবি লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের। আজ ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘সারা দেশে বিজেপি-র পক্ষে উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি হয়েছে। আমি নিশ্চিত, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদি সরকার ক্ষমতায় ফিরবে।’
এবারের লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের দিন বিকেল পাঁচটা পর্যন্ত দেশের ৫৯টি কেন্দ্রে ৫৬.৩০ শতাংশ ভোট পড়ল। নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে বিকেল পাঁচটা পর্যন্ত ৬৭.১৪ শতাংশ ভোট পড়েছে। উত্তরপ্রদেশে ৪৮.৯০ শতাংশ ভোট পড়েছে। বিহারে ভোট পড়েছে ৫১.৪৮ শতাংশ। মধ্যপ্রদেশে ৬২.৪৮ শতাংশ ভোট পড়েছে। ঝাড়খণ্ডে ৬৬.৮৫ শতাংশ ভোট পড়েছে। পঞ্জাবে ভোট পড়েছে ৫৫.৪৪ শতাংশ।
এবারের লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের দিন বিকেল পাঁচটা পর্যন্ত দেশের ৫৯টি কেন্দ্রে ৫৬.৩০ শতাংশ ভোট পড়ল। নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে বিকেল পাঁচটা পর্যন্ত ৬৭.১৪ শতাংশ ভোট পড়েছে। উত্তরপ্রদেশে ৪৮.৯০ শতাংশ ভোট পড়েছে। বিহারে ভোট পড়েছে ৫১.৪৮ শতাংশ। মধ্যপ্রদেশে ৬২.৪৮ শতাংশ ভোট পড়েছে। ঝাড়খণ্ডে ৬৬.৮৫ শতাংশ ভোট পড়েছে। পঞ্জাবে ভোট পড়েছে ৫৫.৪৪ শতাংশ।
কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও, তাঁকে হারিয়ে টানা তৃতীয়বার পটনা শরিফ কেন্দ্র থেকে সাংসদ হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া শত্রুঘ্ন সিনহা। তাঁর স্ত্রী পুনমও এবার ভোটে দাঁড়িয়েছেন। লখনউয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন পুনম। আজ শত্রুঘ্ন দাবি করেছেন, বিহার ও উত্তরপ্রদেশে ‘মহাগঠবন্ধনের’ সামনে ধুয়ে-মুছে সাফ হয়ে যাবে বিজেপি।
কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও, তাঁকে হারিয়ে টানা তৃতীয়বার পটনা শরিফ কেন্দ্র থেকে সাংসদ হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া শত্রুঘ্ন সিনহা। তাঁর স্ত্রী পুনমও এবার ভোটে দাঁড়িয়েছেন। লখনউয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন পুনম। আজ শত্রুঘ্ন দাবি করেছেন, বিহার ও উত্তরপ্রদেশে ‘মহাগঠবন্ধনের’ সামনে ধুয়ে-মুছে সাফ হয়ে যাবে বিজেপি।
আজ হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় ভোট দিলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার ১০২ বছর বয়সি শ্যাম শরণ নেগী। তাঁর দৃষ্টি ক্ষীণ হয়ে গিয়েছে। হাঁটুতেও জোর নেই। তা সত্ত্বেও আজ তিনি মান্ডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত কল্পা অঞ্চলের একটি বুথে ভোট দিতে যান। তাঁকে স্বাগত জানান ভোটকর্মীরা। সরকারি তথ্য অনুযায়ী, ১৯১৭ সালের ১ জুলাই জন্ম হয় এই বৃদ্ধের। ১৯৫২ সালের নির্বাচনে তিনিই প্রথম ভোট দিয়েছিলেন। সেই সময় তিনি একটি স্কুলের শিক্ষক ছিলেন। এরপর থেকে প্রতিটি নির্বাচনেই তিনি ভোট দিয়ে আসছেন।
আজ হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় ভোট দিলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার ১০২ বছর বয়সি শ্যাম শরণ নেগী। তাঁর দৃষ্টি ক্ষীণ হয়ে গিয়েছে। হাঁটুতেও জোর নেই। তা সত্ত্বেও আজ তিনি মান্ডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত কল্পা অঞ্চলের একটি বুথে ভোট দিতে যান। তাঁকে স্বাগত জানান ভোটকর্মীরা। সরকারি তথ্য অনুযায়ী, ১৯১৭ সালের ১ জুলাই জন্ম হয় এই বৃদ্ধের। ১৯৫২ সালের নির্বাচনে তিনিই প্রথম ভোট দিয়েছিলেন। সেই সময় তিনি একটি স্কুলের শিক্ষক ছিলেন। এরপর থেকে প্রতিটি নির্বাচনেই তিনি ভোট দিয়ে আসছেন।
বিকেল চারটে পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতে ভোট পড়ল প্রায় ৪৭ শতাংশ
Background
নয়াদিল্লি: আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে চলছে লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর একটা পর্যন্ত পশ্চিমবঙ্গের ৯টি আসনে ৪৯.৭০ শতাংশ ভোট পড়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি একাধিক বিধানসভা আসনের উপনির্বাচনও চলছে আজ। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ইভিএম বিকল হয়ে যায়। এর ফলে সমস্যা হয়।
আজ মোট ৫৯টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসী। পঞ্জাব ও উত্তরপ্রদেশের ১৩টি করে আসন, পশ্চিমবঙ্গের ৯টি আসন, বিহার ও মধ্যপ্রদেশের আটটি করে আসন, হিমাচল প্রদেশের চারটি আসন, ঝাড়খণ্ডের তিনটি আসন এবং চণ্ডীগড়ের একটি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। হিমাচলে বিশ্বের উচ্চতম বুথে প্রথম দু’ঘণ্টায় ৫৩ শতাংশ ভোট পড়েছে। এই বুথটি ১৫,২৫৬ ফুট উচ্চতায় অবস্থিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪৯।
শেষ পাওয়া খবর অনুযায়ী, দুপুর একটা পর্যন্ত উত্তরপ্রদেশে ৩৬.৪৪ শতাংশ ভোট পড়েছে। বারাণসীতে ভোটদানের হার ৩৬.৮০ শতাংশ। গোরক্ষপুরে ৩৮.১৬ শতাংশ ভোট পড়েছে। এখানে ভোট দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।