কংগ্রেস সভাপতি বললে বারাণসী থেকে ভোটে লড়ব, বললেন প্রিয়ঙ্কা

প্রবল জল্পনার মধ্যেই তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানায়, কংগ্রেস সভাপতি যদি বলেন, তবে বারাণসী থেকে লড়তে ভালই লাগবে।

ABP News Bureau Last Updated: 22 Apr 2019 01:57 PM
নয়াদিল্লি: বারাণসীতে কংগ্রেসের প্রার্থী হওয়ার বিষয়টি কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর হাতে ছেড়ে দিলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা।
কংগ্রেস সভাপতি বললেই বারাণসী থেকে নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন প্রিয়ঙ্কা। তাঁকে ইতিমধ্যেই পূর্ব উত্তরপ্রদেশের সাংগঠনিক দায়িত্ব দিয়ে কংগ্রেস সাধারণ সম্পাদক পদে বসিয়েছেন রাহুল। গত মাসে প্রিয়ঙ্কার মন্তব্যেই বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তাঁর প্রার্থী হওয়ার জল্পনা তৈরি হয়। মা সনিয়া গাঁধীর কেন্দ্র রায়বরেলিতে দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতায় তিনি সেখানে প্রার্থী হচ্ছেন কিনা, প্রশ্ন করা হলে প্রিয়্ঙ্কা মন্তব্য করেন, কেন বারাণসী নয়! এ নিয়ে প্রবল জল্পনার মধ্যেই তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই রবিবার জানায়, কংগ্রেস সভাপতি যদি বলেন, তবে বারাণসী থেকে লড়তে ভালই লাগবে।

Background

নয়াদিল্লি: বারাণসীতে কংগ্রেসের প্রার্থী হওয়ার বিষয়টি কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর হাতে ছেড়ে দিলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা।
কংগ্রেস সভাপতি বললেই বারাণসী থেকে নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন প্রিয়ঙ্কা। তাঁকে ইতিমধ্যেই পূর্ব উত্তরপ্রদেশের সাংগঠনিক দায়িত্ব দিয়ে কংগ্রেস সাধারণ সম্পাদক পদে বসিয়েছেন রাহুল। গত মাসে প্রিয়ঙ্কার মন্তব্যেই বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তাঁর প্রার্থী হওয়ার জল্পনা তৈরি হয়। মা সনিয়া গাঁধীর কেন্দ্র রায়বরেলিতে দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতায় তিনি সেখানে প্রার্থী হচ্ছেন কিনা, প্রশ্ন করা হলে প্রিয়্ঙ্কা মন্তব্য করেন, কেন বারাণসী নয়! এ নিয়ে প্রবল জল্পনার মধ্যেই তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই রবিবার জানায়, কংগ্রেস সভাপতি যদি বলেন, তবে বারাণসী থেকে লড়তে ভালই লাগবে।





শনিবারই কেরলের ওয়েনাড়ে রাহুলের হয়ে প্রচারে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। রাহুল অবশ্য প্রিয়ঙ্কার নির্বাচনের ময়দানে নামার ব্যাপারে ইতিমধ্যেই কোনও জল্পনা, ধন্দ জিইয়ে রেখে বলেছেন, দেখা যাক, কিছুটা সাসপেন্স থাকুক না।





- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.