বিজেপির মহিলা সদস্যরা স্বামীদের প্রধানমন্ত্রীর আশপাশে দেখলেই ভয় পান যে, ওঁরাও হয়তো স্ত্রীদের পরিত্যাগ করবেন! মোদিকে আক্রমণ মায়াবতীর

রাজস্থানের আলোয়ারের গণধর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতেও মায়াবতী তাঁকে নিশানা করে বলেন, নির্বাচনে যাতে তাঁর দলের লাভ হয়, সেজন্য এই ‘জঘন্য অপরাধে’র ইস্যুতে নোংরা রাজনীতি করছেন উনি। এটা খুবই লজ্জাজনক।

ABP News Bureau Last Updated: 13 May 2019 04:03 PM

Background

লখনউ: নরেন্দ্র মোদি সম্পর্কে আপত্তিকর মন্তব্য মায়াবতীর। প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করে বহুজন সমাজ পার্টি (বসপা) সভানেত্রী বিবৃতিতে বলেছেন, বিজেপির মহিলা সদস্যরা স্বামীদের প্রধানমন্ত্রীর আশপাশে দেখলেই ভয় পান যে, ওঁরাও হয়তো স্ত্রীদের পরিত্যাগ করবেন! লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে সমর্থন না করতেও মহিলাদের আহ্বান জানান তিনি।
মায়াবতী বিবৃতিতে বলেছেন, আমি জানতে পারলাম, বিজেপি নেত্রীরা স্বামীদের প্রধানমন্ত্রী মোদির কাছে যেতে দেখলেই আতঙ্কিত হয়ে পড়েন, এই আশঙ্কায় যে, মোদির মতো তাঁরাও হয়তো স্ত্রীদের ঝেড়ে ফেলবেন! এই পরিস্থিতিতে দেশের সব মহিলাকে বলব, এরকম লোককে ভোট দেবেন না। মোদিজি নিজের যে স্ত্রীকে ছেড়ে দিয়েছেন, এভাবেই তাঁকে আসল সম্মান দেখানো হবে।
রাজস্থানের আলোয়ারের গণধর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতেও মায়াবতী তাঁকে নিশানা করে বলেন, নির্বাচনে যাতে তাঁর দলের লাভ হয়, সেজন্য এই ‘জঘন্য অপরাধে’র ইস্যুতে নোংরা রাজনীতি করছেন উনি। এটা খুবই লজ্জাজনক। রাজনৈতিক ফায়দার জন্য যিনি নিজের স্ত্রীকে পরিত্যাগ করেছেন, তিনি কী করে অন্যের স্ত্রী, বোনেদের সম্মান করবেন? আমি এ নিয়ে সরব হওয়ার পরই উনি এই ইস্যুতে মুখ খুলেছেন।
বসপা সভানেত্রী আলোয়ারের ঘটনায় তাঁর দল ব্যথিত, উদ্বিগ্ন বলে জানিয়ে জানান, তাঁরা এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়ায় কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারের প্রতি সমর্থন তুলে নিতে পারেন। এ ব্যাপারে কারও মনে যেন কোনও বিভ্রান্তি না থাকে, সেই হুঁশিয়ারিও দেন মায়াবতী।
রবিবার কুশীনগরে নির্বাচনী জনসভায় মোদি মায়াবতীকে নিশানা করে বলেন, উনি সত্যিই দলিত মহিলা, মেয়েদের জন্য উদ্বিগ্ন হয়ে থাকলে রাজস্থানে কংগ্রেস সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করুন!
তারই পাল্টা প্রতিক্রিয়া দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মু্খ্যমন্ত্রী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.