‘বাংলায় নামতে দেননি মমতা দিদি, আর এবার কমল নাথ দাদা’: হেলিকপ্টার বিতর্কে আক্রমণ শিবরাজের

এক জনসভায় শিবরাজ সিংহ বলেন, ‘বাংলায় মমতা দিদি আমাদের নামতে দেননি। এখন কমল নাথ দাদা এসেছেন...’। এরপরই তিনি জেলা কালেক্টরকে উদ্দেশ্য করে বলেন, ‘মন দিয়ে শুনুন, আমাদের দিন ফিরে এলে আপনার কী হবে।’

ABP News Bureau Last Updated: 25 Apr 2019 04:35 PM

Background

ভোপাল: ‘আমাদের দিন ফিরে এলে আপনার কী হবে’-মধ্যপ্রদেশের ছিন্দওয়ারার আমরেথে হেলিকপ্টার নামতে না দেওয়ায় এভাবেই সেখানকার কালেক্টরকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চহ্বান। আমরেথে তাঁর হেলিকপ্টার নামার কথা ছিল বিকেল সাড়ে পাঁচটায়। কিন্তু তাঁর কর্মীদের জানিয়ে দেওয়া হয়, বিকেল ৫টার পর আর নামতে দেওয়া যাবে না শিবরাজের কপ্টার, এমনটাই দাবি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সাংবাদিকদের তিনি জানান,‘আমি রাজ্যের ও দেশের নানা প্রান্তে জনসভা করছি। কিন্তু কোথাও এমন ঘটনা ঘটেনি। আমি অনুরোধ করি, যেন সন্ধে ৬টা অবধি আমার হেলিকপ্টার নামানোর অনুমতি দেওয়া হয়। কিন্তু তাতে রাজি হননি তারা। আমি এর প্রতিবাদ জানাই। এটি অগণতান্ত্রিক। সরকার যাবে, আসবে, কিন্তু এরকম করা কারও উচিত নয়।’
এক জনসভায় এই প্রসঙ্গ টেনে শিবরাজ সিংহ বলেন, ‘বাংলায় মমতা দিদি আমাদের নামতে দেননি। এখন কমল নাথ দাদা এসেছেন...’। এরপরই তিনি জেলা কালেক্টরকে উদ্দেশ্য করে বলেন, ‘মন দিয়ে শুনুন, আমাদের দিন ফিরে এলে আপনার কী হবে।’






এই প্রসঙ্গে সংশ্লিষ্ট কালেক্টর শ্রীনিবাস শর্মা বলেন,‘আমরা আইন মেনেই কাজ করেছি। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হেলিকপ্টার নামতে পারে। ওঁরা ৫টা ২০ মিনিটে কপ্টার নামাবেন বলেছিলেন। তাই অনুমতি দেওয়া হয়নি।’
মধ্যপ্রদেশে ১৩ বছর মুখ্যমন্ত্রী পদে ছিলেন শিবরাজ। গতবছর বিধানসভা নির্বাচনের পর ক্ষমতায় আসে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন কমল নাথ।
কংগ্রেস মুখপাত্র নরেন্দ্র সালুজা বলেন,নিয়ম মেনেই কাজ করেছে সংশ্লিষ্ট দফতর। কিন্তু ১৩ বছর মুখ্যমন্ত্রী থাকার পর যে ভাষা ব্যবহার করেছেন শিবরাজ সিংহ চহ্বান, তা আপত্তিকর।
শিবরাজ সিংহ হালফিলে বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সম্পর্কে বলেন,‘ প্রজ্ঞা প্রচুর ভোটে ভোপাল থেকে জিতবেন।’

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.