তৃণমূল ছেড়ে বিজেপিতে মণিরুল ইসলাম, গদাধর হাজরা

বাংলার উন্নয়নের জন্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন বিধায়করা, দাবি কৈলাস বিজয়বর্গীয়র।

ABP News Bureau Last Updated: 29 May 2019 06:59 PM
পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ। দিল্লিতে আগামীকাল নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান। গত ৬ বছরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের মোট ৫৪ জনকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে
পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ। দিল্লিতে আগামীকাল নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান। গত ৬ বছরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের মোট ৫৪ জনকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে
গতকাল বলেছিলেন বিজেপিতে যাচ্ছেন না। ২৪ ঘণ্টার মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল পুর প্রধান সুদামা রায় জানালেন, তিনি বিজেপিতে যাচ্ছেন
কাউকে জোর করে দলবদল করানো হয়নি। মমতার সঙ্গে আর কেউ থাকতে চাইছেন না, তাই দল ছাড়ছেন। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে জবাব দিলীপ ঘোষের
শান্তিপুরের তৃণমূল বিধায়কও যোগ দিতে পারেন বিজেপিতে
ভোটের পরেই নৈহাটিতে শতাধিক তৃণমূল কর্মী ঘরছাড়া। ঘরছাড়াদের ফেরাতেই কাল নৈহাটিতে মমতা
ঘরছাড়াদের ঘরে ফেরাতে কাল নৈহাটি পুরসভার সামনে তৃণমূলের অবস্থান, যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
পঞ্চায়েত ভোটে ৮০ বিজেপি নেতা-কর্মী খুন হয়েছেন, নরেন্দ্র মোদির শপথে মমতার না যাওয়ার সিদ্ধান্তে প্রতিক্রিয়া মুকুল রায়ের

Background

নয়াদিল্লি: এবার অনুব্রত মন্ডলের গড়েই ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম। বিজেপিতে যোগ দিলেন নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরাও। আরও কয়েকজন তৃণমূল বিধায়ক দল ছাড়তে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা। বাংলার উন্নয়নের জন্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন বিধায়করা, দাবি কৈলাস বিজয়বর্গীয়র।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.