'প্রিয় বন্ধু' মোদিকে নির্বাচনী জয়ে অভিনন্দন নেতানইয়াহুর, শুভেচ্ছা জিনপিং, পুতিনের, মোদির সঙ্গে কাজ করতে চান, ট্যুইট ইমরানের

নেতানইয়াহু ২০১৮-র জানুয়ারি ভারত সফর করেন। ২০১৭-য় মোদি তেল আভিভ সফরে দিয়েছিলেন। ইজরায়েলে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে এই সফরে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান স্বয়ং নেতানইয়াহু।

ABP News Bureau Last Updated: 23 May 2019 06:01 PM

Background

জেরুসালেম: ফের ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদি। প্রথম বিশ্বনেতা হিসাবে তাঁকে অভিনন্দন পাঠালেন বেঞ্জামিন নেতানইয়াহু। বিজেপি এখনও পর্যন্ত এগিয়ে ৩৫০-র কাছাকাছি আসনে। কংগ্রেস অনেক, অনেক পিছনে ৫১টি আসনে এগিয়ে। ইউপিএ জোটের...More

বিজেপি, তার শরিকদের বিপুল নির্বাচনী সাফল্যে নরেন্দ্র মোদিকে অভিনন্দন ইমরান খানের। পাকিস্তানি প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ এশিয়ার শান্তি, সমৃদ্ধি, প্রগতির লক্ষ্যে কাজ করতে চান।