'প্রিয় বন্ধু' মোদিকে নির্বাচনী জয়ে অভিনন্দন নেতানইয়াহুর, শুভেচ্ছা জিনপিং, পুতিনের, মোদির সঙ্গে কাজ করতে চান, ট্যুইট ইমরানের

নেতানইয়াহু ২০১৮-র জানুয়ারি ভারত সফর করেন। ২০১৭-য় মোদি তেল আভিভ সফরে দিয়েছিলেন। ইজরায়েলে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে এই সফরে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান স্বয়ং নেতানইয়াহু।

ABP News Bureau Last Updated: 23 May 2019 06:01 PM
বিজেপি, তার শরিকদের বিপুল নির্বাচনী সাফল্যে নরেন্দ্র মোদিকে অভিনন্দন ইমরান খানের। পাকিস্তানি প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ এশিয়ার শান্তি, সমৃদ্ধি, প্রগতির লক্ষ্যে কাজ করতে চান।


মস্কোর খবর, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বিজেপির লোকসভা ভোটে বিপুল সাফল্যের জন্য প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আমি নিশ্চিত, ভারতের প্রধানমন্ত্রী হিসাবে আপনি আমাদের দুটি দেশের জনগণের কয়েক শতকের পুরানো বন্ধুত্বকে আরও শক্তিশালী করবেন, ভারত ও রাশিয়ার মধ্যে যে বিশেষ কৌশলগত অংশিদারিত্ব আছে, তার সার্বিক বিকাশ ঘটাবেন। দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ বিকাশ ঘটাতে, আন্তর্জাতিক ঘটনাবলীতে গঠনমূলক যোগাযোগ গড়ে তুলতে মোদির সঙ্গে সফল ব্যক্তিগত বোঝাপড়া অব্যহত রাখতে আগ্রহও প্রকাশ করেছেন তিনি।




প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী জয়ে তাঁকে অভিনন্দন জানিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিতে তাঁর সঙ্গে কাজ করার শপথ নিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। মোদিকে লেখা চিঠিতে তাঁর নেতৃত্বে এনডিএ-র নির্বাচনী জয়ের জন্য তাঁকে শি অভিনন্দন জানিয়েছেন। বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার ট্যুইটে এ কথা জানান। চিনা প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, ভারত-চিন সম্পর্কের উন্নতিকে তিনি কতটা গুরুত্ব দেন, দু দেশের গভীর বোঝাপড়াকে নতুন উচ্চতায় নিয়ে যেতে মোদির সঙ্গে কাজ করতেও চান। দু দেশের যৌথ প্রয়াসের ফলে সাম্প্রতিক বছরগুলিতে ভারত-চিন সম্পর্কের উন্নতির পক্ষে জোরালো গতির জন্যও সন্তোষ প্রকাশ করেছেন তিনি।


Background

জেরুসালেম: ফের ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদি। প্রথম বিশ্বনেতা হিসাবে তাঁকে অভিনন্দন পাঠালেন বেঞ্জামিন নেতানইয়াহু। বিজেপি এখনও পর্যন্ত এগিয়ে ৩৫০-র কাছাকাছি আসনে। কংগ্রেস অনেক, অনেক পিছনে ৫১টি আসনে এগিয়ে। ইউপিএ জোটের এগিয়ে থাকা আসন সংখ্যা ১০০য়ও নয়। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ট্যুইটে নেতানইয়াহু লেখেন, প্রিয় বন্ধু, আপনার চমত্কার নির্বাচনী জয়ে হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাই। হিন্দি ও হিব্রুতে করা ট্যুইটে তিনি আরও লেখেন, ভোটের ফলাফল আপনার নেতৃত্ব ও যেভাবে বিশ্বের সবচেয়ে গণতন্ত্রকে আপনি নেতৃত্ব দিচ্ছেন, তার প্রতি পুনরায় মানুষের আস্থার প্রকাশ। একযোগে আমরা আমাদের নিজেদের ভিতরে ও ভারত-ইজরায়েলের মধ্যে গভীর বন্ধুত্বকে আরও জোরদার করব, তাকে নতুন উচ্চতায় তুলে নিয়ে যাব।
দুজনের ব্যক্তিগত বোঝাপড়া, সখ্য নিয়ে দু দেশের মিডিয়ায় জোর চর্চাও হয়েছে। নেতানইয়াহু ২০১৮-র জানুয়ারি ভারত সফর করেন। ২০১৭-য় মোদি তেল আভিভ সফরে দিয়েছিলেন। ইজরায়েলে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে এই সফরে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান স্বয়ং নেতানইয়াহু। সেই সফরেই খালি পায়ে ইজরায়েলের উত্তরে ওলগা বিচে দুই নেতার পাশাপাশি হাঁটার দৃশ্য নিয়েও সে দেশে প্রবল আলোচনা হয়েছিল।
কলম্বোর খবর, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথিরিপাল সিরিসেনা, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘে ও বিরোধী নেতা মাহিন্দা রাজাপাক্সে সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির দ্বিতীয় দফায় বিরাট জয়কে স্বাগত জানিয়েছেন। সিরিসেনার ট্যুইট, আপনার জয় ও আপনার নেতৃত্বকে মানুষ ফের অনুমোদন করায় অভিনন্দন। আপনাকে উষ্ণতম অভিনন্দন ও বিজেপির জয়ে আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে খুব ভাল লাগছে। রাজাপাক্সে তাঁর বার্তায় লেখেন, হৃদয় থেকে সেরা শুভেচ্ছা, অভিনন্দন।


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.