LIVE UPDAES: দেশের প্রধানমন্ত্রী হলেও আপনাদের সেবক, বারাণসীতে বললেন নরেন্দ্র মোদী
আজ সকালে আমদাবাদ থেকে বারাণসী পৌঁছন মোদি।
ABP News BureauLast Updated: 27 May 2019 02:38 PM
Background
বারাণসী: টানা দ্বিতীয়বার লোকসভা নির্বাচনে জয় পাওয়ার পর ভোটারদের ধন্যবাদ জানাতে আজ বারাণসী পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথম...More
বারাণসী: টানা দ্বিতীয়বার লোকসভা নির্বাচনে জয় পাওয়ার পর ভোটারদের ধন্যবাদ জানাতে আজ বারাণসী পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথম বারাণসী গেলেন মোদি।আজ সকালে আমদাবাদ থেকে বারাণসী পৌঁছন মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপি সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্য বিজেপি নেতারা। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রিজার্ভ পুলিশ লাইনে যান মোদি। সেখান থেকে তিনি গাড়িতে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে বিশেষ পুজো দেন।শনিবার ট্যুইট করে মোদি জানিয়েছিলেন, রবিবার গুজরাতে গিয়ে মায়ের আশীর্বাদ নেবেন, তারপর সোমবার বারাণসী গিয়ে সেখানকার মানুষকে ধন্যবাদ জানাবেন। সেই ঘোষণা অনুযায়ীই তিনি আজ বারাণসী গেলেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক সুরেন্দ্র সিংহ।
আমি দেশের প্রধানমন্ত্রী ঠিকই কিন্তু আপনাদের আমি সেবক। লোকসভা ভোটে বিপুল জয়ের পর নিজের কেন্দ্র বারাণসীতে গিয়ে বললেন নরেন্দ্র মোদী। নিজের জয়ের সমস্ত কৃতিত্ব দলীয় কর্মীদের দিয়েছেন তিনি, বলেছেন, কাজ ও কর্মীরা বিস্ময় সৃষ্টি করেন। উত্তর প্রদেশই দেশকে রাস্তা দেখাবে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলেছেন। সরকারের সঙ্গে দলের সমন্বয়ের পক্ষেও সওয়াল করেন তিনি।